বাংলালিংক অ্যাপে খুইজ খেলে প্রতিদিন ১ জিবি করে ইন্টারনেট জিতুন

বর্তমানে ইন্টারনেট এর অনেক দাম, কয়েক দিন আগেও ভিপিএন দিয়ে ফ্রি নেট ব্যবহার করা যেতো।

কিন্তু বর্তমানে ফ্রি নেট সব বন্ধু কোনো উপায়েও ফ্রি নেট চালানো যাচ্ছে। আর সব সিমেই এমবি এর যে দাম অনেকেই ঠিকমতো এমবি কিনতে পারছে না।

তবে আজকের পোস্টে ফ্রি নেট ট্রিক শেয়ার করব না। আজকে দেখাবে কীভাবে বাংলালিংক অ্যাপে কুইজ খেলে ১ জিবি করে ইন্টারনেট জিতবেন।

 


এই সুযোগ শুধুমাত্র বাংলালিংক গ্রাহকেরাই পাবে। কারন বাংলালিংক অ্যাপে তাদের নিজস্ব কুইজ।

প্রতিদিন সবচেয়ে বেশি স্কোর করা ২০ জন পাবে ১ জিবি করে ইন্টারনেট বোনাস।

ট্রিকবিডির অনেকেই হয়তো বিষয়টা জানেন কিন্তু ট্রিকবিডিতে কোনো পোস্ট না পেয়ে শেষে আমিই পোস্ট করছি।

কীভাবে কুইজে অংশগ্রহণ করবেন:

কুইজে অংশগ্রহন করার জন্য প্রথমে আপনাকে My BL অ্যাপে লগইন করতে হবে।

তারপর কিছুটা নিচে নামলে দেখতে পারবেন কুইজ নামে একটা অপশন। এখানে ক্লিক করবেন।



তারপর Claim Now তে ক্লিক করবেন। তারপর আপনাকে একটা প্রশ্ন করা হবে যেটার দুইটা অপশন থাকবে। আপনাকে ৩৫ সেকেন্ডের মধ্যে উত্তরটা চয়েস করতে হবে।



যদি আপনার উত্তর সঠিক তাহলে কিছু কয়েন পাবেন সাথে উত্তর দেওয়ার জন্য লিডারবোর্ডে কিছু পয়েন্ট যুক্ত হবে।



এখন যদি দেখতে চান লিডারবোর্ডে কে কত নাম্বারে আছে তাহলে কুইজের উপরে দেখুন leaderboard লেখা আছে এটাতে ক্লিক করুন।

লিডারবোর্ডে দেখতে পাবেন সবার পয়েন্ট দেখাচ্ছে এখানে আপনি যদি প্রথম ২০ জন এর সিরিয়ালের মধ্যে থাকেন তাহলে আপনিও পাবেন ১ জিবি ইন্টারনেট বোনাস।

প্রতি ২৪ ঘন্টা পর পর লিডারবোর্ড শেষ হয় আর প্রদি ২ ঘন্টা পর পর নতুন প্রশ্ন দেওয়া হয়।

কীভাবে সবসময় সঠিক উত্তর দিবেন

কুইজে সবসময় সঠিক উত্তর দেওয়ার সুন্দর একটা নিয়ম আছে।

তারজন্য আপনার কাছে ২ টা বাংলালিংক সিম থাকা লাগে।

যে সিমে সবসময় সঠিক উত্তর দিবন সেই সিমটা আসল মাই বাংলালিংক অ্যাপে লগইন থাকবেন। আর যে সিম দিয়ে উত্তর দেখবেন সে সিমটা Mybl ক্লোন অ্যাপে লগইন করবেন।

তারপর প্রথমে ক্লোন অ্যাপে ডুকে উত্তর দেখে নিবেন এবং আসল অ্যাপে ডুকে উত্তর দিবেন।

পরিশেষে বলতে চাই

আমরা যারা সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করি তাদের জন্য এই পোস্ট। কারন বর্তমানে ইন্টারনেট এর অনেক দাম, অনেকেই দামের কারনে ইন্টারনেট কিনতে পারেন না।

তারা বাংলালিংক সিম দিয়ে কুইজ খেলে দেখতে পারেন যদি জিতে যান।

Tags:
Md Rakib
Md Rakib
I am Rakib, a Self-taught Web Designer & Developer. im trying to create something special since 2020.

You Might Like

No Comment

Post a Comment