Zap Mag premium blogger template free download

বর্তমানে ব্লগিং একটা জনপ্রিয় পেশা,  অনেকে শখের বশে ব্লগিং করে আবার অনেকে প্রফেশনালভাবে ব্লগিং করে।আর আপনি যেভাবেই ব্লগিং করেন না কেন,  ব্লগিং শুরু করার জন্য প্রথমে প্রয়োজন পড়বে একটা ভালো মানের ওয়েবসাইট থিম।

আপনার কাছে যদি কোনো ভালো ব্লগিং থিম না থাকে তাহলে আপনি ব্লগিং করতে পারবেন না।
আপনি ব্লগিং করার জন্য অনেক ধরনের প্লাটফর্ম পাবেন যেমনঃ ব্লগার, ওয়ার্ডপ্রেস সহ আরো অনেক।
তবে আপনি যদি প্রথম প্রথম বিনামূল্যে ব্লগিং শুরু করতে চান তবে ব্লগার হবে আপনার সেরা চয়েস কারন ব্লগারে ব্লগিং করার জন্য কোনো টাকা খরচ করতে হয় না।
অনেকে ব্লগিং করার জন্য ওয়ার্ডপ্রেসকে পচন্দ করে থাকে তবে সেটার জন্য আপনাকে টাকা দিয়ে ডোমেইন হোস্টিং কিনতে হবে। আবার ওয়ার্ডপ্রেসে ফ্রি থিম পাবেন তবে সেগুলোতে আপনি ভালোভাবে ব্লগিং করতে পারবেন না।
অনেকেই আছে যারা ব্লগিং এর জন্য ব্লগারের জন্য ওয়ার্ডপ্রেসকে বেচে নেই।
তাদের মতে ব্লগারে ভালোভাবে ব্লগিং করা যায় না। যারা এসব বলে তাদের জন্য রয়েছে ১ বালতি সমবেদনা।
কারন তারা হয়তো জানে না ব্লগারে অনেক কিছু করা যায়,  ব্লগারের সকল ফাংশন ভালোভাবে জানলে ব্লগার অনেক সহজ। 
তবে আপনি যদি আমার মতো সিদ্ধান্ত নিয়ে থাকেন যে ব্লগারে বিনামূল্যে ব্লগিং করবেন তবে আপনার জন্য রয়েছে সুখবর।
কারন আপনি ব্লগারে একদম বিনামূল্যে ব্লগিং শুরু করতে পারবেন।
তবে আপনাকে ব্লগারে ব্লগিং শুরু করার জন্য আপনার প্রয়োজন পড়বে ভালো ডেভেলপারের তৈরি ভালোমানের ব্লগার টেমপ্লেট।
আপনাদের ব্লগিং এ সহযোগীতার জন্য আজকে আমি নিয়ে আসলাম এডভান্স প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট।
যা আপনি খুব সহজেই ডাউনলোড করে আপনার ব্লগারে ব্যবহার করতে পারবেন।
আপনাদের প্রয়োজন অনুযায়ী আমাদের ব্লগার টেমপ্লেট ও যুক্ত করা হয়েছে নানান ফিচার্স যা আপনার ব্লগিংকে করে তুলবে আরো আকর্ষণীয়।

টেমপ্লেট সম্পর্কে বিস্তারিতঃ

ব্লগারদের জন্য বড় দুঃখের ব্যপার হলো ব্লগার টেমপ্লেট এর লোডিং স্পিড ঠিক রাখতে পারে না। কিন্তু আজকে শেয়ার করা থিমের লোডিং স্পিড ১০০% এর সাপোর্ট করবে বিভিন্ন রকম প্লাগইন।
আপনারা হয়তো অনেকে ওয়ার্ডপ্রেসে বিভিন্ন প্লাগইন ব্যবহার করেছেন কেমন হবে যদি ব্লগারেও তেমন কিছু প্লাগইন ব্যবহার করতে পারেন?
আপনারা আমাদের তৈরি থিমে কিছু প্লাগইন ব্যবহার করতে পারবেন এবং ভবিষ্যতে আরো নতুন নতুন প্লাগইন যুক্ত করা হবে।
NameZap Mag
Version1.5
LicenseFree/Paid
CreatorMd Rakib

থিমের ফিচার্সঃ

আমাদের তৈরি থিমে রয়েছে অনেক ধরনের ফিচার্স যা আপনার জানা প্রয়োজন।
নিতে কিছু ফিচার্স সম্পর্কে বিস্তারিত তুলে ধরলাম

Responsive Design

টেমপ্লেটটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ডেস্কটপ ল্যাপটপ মোবাইল সহ সকল ডিভাইসে ভালোভাবে দেখা যায়।
যেকোনো ডিভাইস থেকেই টেমপ্লেটটিকে ভালোভাবে ব্যবহার করা যাবে কোনো সমস্যা হবে না।

Plugin Support

এই থিমে আপনি অনেক ধরনের প্লাগইন ব্যবহার করতে পারবেন।
আমাদের থিমে রয়েছে অনেক ধরনের প্লাগইন যা আপনি খুব সহজেই আপনার ব্লগার ড্যাশবোর্ড থেকে ব্যবহার করতে পারবেন।

Seo Friendly

আমাদের থিমটি তৈরির মুল উদ্দেশ্যই ছিলো যাতে থিমের এসইও ১০০% রাখা যায়। যাতে ব্লগে পোস্ট করলে সেই পোস্ট গুগল র্যাংকে দ্রুত ইনডেক্স হয়।

100% Loading speed

আমাদের থিম তৈরির আরেকটা উদ্দেশ্যে ছিলো যাতে ব্লগের লোডিং স্পিড ১০০% রাখা যায়।
আপনি হয়তো অনেক থিম দেখবেন এই থিমের চেয়ে আরো সুন্দর ডিজাইনের কিন্তু সে থিমগুলোর লোডিং স্পিড একদম বাজে।
যেহেতু লোডিং স্পিড ব্লগের SEO তে অনেক ভুমিকা রাখে তাই আমাদের থিম তৈরি করার সময় লোডিং স্পিড মাথায় রেখে তৈরি করা হয়েছে।

Watermark Plugin

watermark প্লাগইন অন করার মাধ্যমে আপনার ব্লগের পোস্টের সকল ছবিতে অটোমেটিক ওয়াটারমার্ক যুক্ত করতে পারবেন।
আপনার শুধু প্রয়োজন পড়বে ওয়াটারমার্ক প্লাগইন চালু করা।

Network Condition plugin

এই প্লাগইন এর মাধ্যমে আপনি আপনার ব্লগের নেটওয়ার্ক কানেক্ট মনিটর করতে পারবেন। 
যদি নেটওয়ার্ক না থাকে তাহলে টোস্ট এ দেখাবে No Network  আবার যদি নেটওয়ার্ক যুক্ত হয় তাহলে আবার দেখাবে Network Connected 

Custom Font plugin

ব্লগের পোস্ট সুন্দর দেখানোর জন্য আমরা অনেকেই ব্লগে বিভিন্ন ধরনের কাস্টম ফন্ট যুক্ত করে থাকি।
যার ফলে আমাদের ব্লগের লোডিং স্পিড করে যায় কিন্তু আপনি যদি এই প্লাগইন ব্যবহার করে কাষ্টম ফন্ট যুক্ত করেন তাহলে ব্লগের লোডিং স্পিড কমবে না।

Table of contents plugin

এই প্লাগইন দিয়ে ব্লগের পোস্টের সকল h2 ট্যাগগুলোকে সূচিপত্র আকারে দেখাবে। যা Table of contents নামেই পরিচিত।

Bookmark Plugin

ব্লগের পাঠকদের তাদের কাছে উপকারি পোস্টগুলো পরে পড়ার জন্য সেভ করা রাখার জন্য যুক্ত করা হয়েছে Bookmark  প্লাগিন।
যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পচন্দের পোস্টগুলো বুকমার্ক করে রাখতে পারবে।

Safelink Plugin (automatic / Manual)

আপনি যদি কোনো ডাউনলোড লিংক যুক্ত করেন তাহলে SafeLink প্লাগইন আপনার জন্য খুবই উপকারি। আপনি অটোমেটিক বা ম্যানুয়ালি সেইফলিংক করতে পারবেন।

Copy Paste Disabled plugin

ব্লগের কন্টেন্ট চুরি হওয়া আটকাতে কপি পেস্ট ডিজেবল প্লাগইন ব্যবহার করতে পারেন। 
এই প্লাগইন ব্লগের ছবি ও লেখা চুরি হওয়া আটকাবে।

Dark/Light Mode

ব্লগের ডার্ক বা লাইট মোড এর মাধ্যমে ব্যবহারকারীদের ব্লগ পড়তে সুবিধা প্রদান করে।

Codebox with highlight

আপনি যদি পোস্টে কোড শেয়ার করেন তাহলে কোডগুলো একটি কোডবক্সে দেখাবে এবং কোডগুলো বিভিন্ন কারারে হাইলাইট করবে। 
কোডের উপর দুইবার ট্যাপ করলে কোডগুলো কপি হবে।

Ajax Pagination

ব্লগের পোস্ট গুলো Load More এ দেখাবে।  load more বাটনে ব্লগি করলো অটোমেটিক পোস্টগুলো লোড হবে।

Comments Assets

অনেক সময় দেখা যায় যে কমেন্টে কোনো অংশ বোঝানোর জন্য আমাদের ছবি দিতে হয়। এই থিম ব্যবহারে কমেন্টে ছবি, কোড, বাটন, ব্লককোট দিতে পারবেন।

Many Post section

আপনি আপনার ব্লগে বিভিন্ন ক্যাটাগরি রিলেটেড পোস্ট দেখাতে পারবেন।
যা আপনি শুধু ক্যাটাগরি নাম দিবেন আর কয়টা পোস্ট দেখাতে চান  সেটা দিবেন তাহলেই হবে।

Auto Related posts

ব্লগের পোস্ট এর সাথে রিলেটেড করে আরো পোস্ট দেখাবে যাতে পাঠকের একটা পোস্ট পড়ার পর যদি এই সম্পর্কে আরো পোস্ট পচন্দ হয় তাহলে খুব সহজেই পড়তে পারবে।

Easy Customizable

আপনি আমাদের থীমটিকে খুব সহজেই কাস্টমাইজড করতে পারবেন। আপনার মন মতো ডিজাইন করতে পারবনে।

Tabbed Post

ব্লগের পোস্টে কোনো অংশ ট্যাব আকারে লিখতে পারবেন।

Accordion

পোস্টে এমন সিস্টেমে পোস্ট লিখতে পারবেন যাতে টাইটেলে চাপ দিলো বিস্তারিত পোস্ট দেখতে পাবে।

How to list

আপনি যদি কীভাবে করবেন এরকমের পোস্ট করেন তাহলে এই সিস্টেমটি খুবই উপকারি হবে।
এখানে আপনাকে ধাপ আকারে আপনার পাঠকদের গাইড করবে।
And many more updates will be added in future

Difference between Free and Paid version

Items Free Paid
Plugin support No Yes
Dark mode No Yes
SEO Friendly Yes Yes
Loading speed Yes Yes
Codebox Yes Yes
Comments assets Yes Yes
Safelink No Yes
Post Codes Yes Yes
Post section (max 1) Unlimited
Ajax Pagination Yes Yes
Bookmark No Yes
Footer Credit Yes No
Template Updates Yes Yes

থিম ডাউনলোড

আপনাদের জন্য থিমের দুইটি ভার্সন রেখেছি।  ফ্রি ভার্সন ও প্রিমিয়াম ভার্সন।
আপনারা ফ্রি ভার্সন কোনো টাকা ছাড়াই বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
তবে ফ্রি ভার্সনে ক্রেডিট হিসেবে ফুটারে আমাদের সাইটের লিংক থাকবে যা সরাতে পারবেন না।
ফ্রি ভার্সনে কোনো প্লাগইন সাপোর্ট করবে না।
প্রিমিয়াম ভার্সনে সকল প্লাগইন সাপোর্ট করবে এবং ফুটারে কোনো ক্রেডিট লিংক থাকবে না।
Premium price: 400tk.
Tags:
Md Rakib
Md Rakib
I am Rakib, a Self-taught Web Designer & Developer. im trying to create something special since 2020.

You Might Like

No Comment

Post a Comment